Free Youtube Subscribe

Thursday, May 30, 2024

মনোহরপুর ইউনিয়নে টিসিবি বিতরণ শুভ উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল ওহাব প্রধান রিপন


 অদ্য- ৩০ মে ২০২৪ ইং তারিখে মনোহরপুর ইউনিয়ন পরিষদ থেকে টিসিবি পন্য বিক্রয়ের উদ্বোধন করেন মনোহরপুর ইউপি চেয়ারম্যান জনাব মো: আব্দুল ওহাব প্রধান রিপন। 


এসময় উপিস্থিত ছিলেন, মনোহরপুর ইউনিয়ন ট্যাগ অফিসার জনাব মো: সোহেল রানা,  মনোহরপুর ইউপি সচিব জনাব মো: রায়হান ফিরোজ, ০৬ নং ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান জনাব মো: মমিনুল হায়াৎ খান রিজন, সংরক্ষিত মহিলা সদস্য মোছা: জাহানারা বেগম, মোছাঃ রুপালী বেগম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ আবু আনাস রানা , টিসিবি ডিলার গণ, গণ্যমান্য ব্যক্তি ও উপকারভোগীগণ। 

 

সকাল ৯.০০ থেকে শুরু করে বিকাল ৪.০০ টা পর্যন্ত ৩০৬৮ জন সুবিধাভোগীর মাঝে সুষ্ঠ ভাবে পণ্য বিক্রয় করা হয়।  

পরবর্তী

Wednesday, May 29, 2024

মনোহরপুর টিসিবি বিতরণে এবার যে যে পণ্য থাকছে বিস্তারিত।

 সু-খবর ,                         সুখবর ,                             সুখবর 


০৮ নং মনোহরপুর ইউনিয়নের টিসিবি কার্ডধারীদের জন্য সু-খবর অসছে আগামী- ৩০ মে ২০২৪ ইং রোজ বৃহস্পতিবার সকাল ৯.০০ থেকে বিকাল ৪.০০ পর্যন্ত মনোহরপুর ইউপি চত্বর হইতে সূলভ মূল্যে টিসিবি পন্য বিক্রয় করা হইবে।


 টিসিবিতে যা থাকছে, চাল ৫ কেজি, ২ লিটার সোয়াবিন তৈল, মশুর ডাল ২ কেজি। প্রতিটি প্যাকেজের মূল্য ৪৭০ টাকা মাত্র। 

 

টিসিবি কার্ড নিয়ে টিসিবি পণ্য সংগ্রহ করার জন্য আহব্বান করা হলো। 

আহব্বানে 

মোঃ আব্দুল ওহাব প্রধান রিপন 

চেয়ারম্যান 

০৮ নং মনোহরপুর ইউপি 

পলাশবাড়ী, গাইবান্ধা।  

Read More

 

 

 

 

Monday, May 20, 2024

ভোটার তালিকায় নাম খোজার দিনে শেষ , আপনার জাতীয় পরিচয়পত্র নং ও জন্ম তারিখ দিয়ে বেড় করুন ভোট কেন্দ্র এবং ক্রমিক নং এ্যপসি টি ইনস্টল করুন।

 


আসছে আগামী ২০/০৫/২০২৪ ইং রোজ মঙ্গলবার ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। ভোট দিতে গিয়ে আপনার ভোটার ক্রমিক নিয়ে ভাবছেন। আর নয় ভাবনা এখনি আপনার ফোনে নির্বাচন কমিশনের স্মার্ট 


এ্যাপস টি ইনষ্টল করুন এবং নিজেই জেনেনিন আপনার ভোটার ক্রমিক নং। সহজেই আপনার কেন্দ্র এবং ভোটর ক্রমিক নং বেড় করুন। ভোটার তালিকায় নাম খোজার দিনে শেষ স্মার্ট বাংলাদেশ  








Saturday, May 18, 2024

শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাতে ছুটে যান ইউপি চেয়ারম্যান সহ ইউপি সদস্য

০৮ নং মনোহরপুর ইউনিয়নের ০১ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সোহেল রানা'র সহধর্মীনী অদ্য ১৮/০৫/২০২৪ ইং দুপুর: ১২.৪০ ঘটিকার সময় অসুস্থ্য জনিত কারনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হেমাটোলজি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ঢাকা থেকে বাড়ীতে লাশ নিয়ে আসা মাত্র মনোহরপুর ইউপি চেয়ারম্যান জনাব মোঃ আব্দুল ওহাব প্রধান রিপন ও সকল ইউপি সদস্য, সংরক্ষিত মহিলা সদস্যসহ বেশ কয়েকজন গন্যমান্য ব্যক্তিকে নিয়ে ইউপি সদস্যের বাড়ীতে গিয়ে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও শোক প্রকশ করেন। 


Read More 

চাচার হাতে ভাতিজী খুন, Nephew killed by uncle

 

০৮ নং মনোহরপুর ইউনিয়নে পারিবারিক কলহের জেরে আপন চাচার ছুরিকাঘাতে ভাতিজি নিহত । 


নিহত পাপিয়া (৪৫) উপজেলার মনোহরপুর ইউনিয়নের বিরামেরভিটা গ্রামের মৃত নুরুল ইসলাম মাস্টারের মেয়ে।  


অদ্য 18/05/2024 ইং নিহত পাপিয়ার চাচা দুলা মিয়া তার লোকজন ও ছেলে রাব্বিকে নিয়ে পাপিয়াদের পূর্বের বিরোধপূর্ণ জমিতে জোরপূর্বক গাছ রোপন করতে যায়। এতে পাপিয়াসহ পরিবারের লোকজন বাধা দিলে কথাকাটাকাটির এক পর্যায়ে চাচা দুলা মিয়ার হাতে থাকা। 


 ছুরি দিয়ে ভাতিজি পাপিয়ার গলায় আঘাত করে৷ এতে পাপিয়া গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এসময় স্বজনরা তাকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে পাপিয়ার মৃত্যু হয় ।



Monday, May 13, 2024

মনোহরপুর ইউপি চেয়ারম্যান জনাব মোঃ আব্দুল ওহাব প্রধান রিপনের সভাপতিত্বে জন স্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের প্রশিক্ষন অনুষ্ঠিত।

 

 

অদ্য -১৩/০৫/২০২৪ ইং তারিখে মনোহরপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জন স্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপি মনোহরপুর ইউপি চেয়ারম্যান, সকল ইউপি সদস্য, ইউপি সচিব, হিসাবসহকারী, উদ্দ্যোক্তা, গ্রামপুলিশ ও গন্যমান্য ব্যাক্তিদের মানব সম্পদ উন্নয়নে গ্রামীন পানি সরবরাহ, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি বিষয়ে প্রশিক্ষন প্রদান করেণ।

 

উক্ত প্রশিক্ষন অনুষ্ঠানে প্রশিক্ষন  প্রদান করেন জন স্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের কর্মকর্তাগণ।

 

প্রশিক্ষন শেষে ইউপি চেয়ারম্যান জনাব মোঃ আব্দুল ওহাব প্রধান রিপন সকলের উদ্দেশে স্যানিটেশন সম্পর্কে সর্বসাধরণকে সচেতন করে তোলার জন্য অনুরোধ করেন।   

বিস্তারিত

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


Sunday, May 12, 2024

এস এস সি রেজাল্ট, তালুকজামিরা, হরিনাবাড়ী, মনোহরপুর, হালিমনগর, ফকিরহাট, ফকিরহাট গালস, পবনাপুর উচ্চ বিদ্যাললেয় রেজাল্ট



PDF DOWNLOD