Free Youtube Subscribe

Wednesday, July 17, 2024

আগামী ১৮/০৭/২০২৪ ইং ০৮ নং মনোহরপুর ইউনিয়নে টিসিবি বিতরণ

০৮ নং মনোহরপুর ইউনিয়নের টিসিবি কার্ডধারীদের জন্য সু-খবর অসছে আগামী- ১৮ জুলাই ২০২৪ ইং রোজ বৃহস্পতিবার সকাল ৯.০০ থেকে বিকাল ৪.০০ পর্যন্ত মনোহরপুর ইউপি চত্বর হইতে সূলভ মূল্যে টিসিবি পন্য বিক্রয় করা হইবে।

 
প্রতিটি প্যাকেজের মূল্য ৪৭০ টাকা মাত্র।
টিসিবি কার্ড নিয়ে টিসিবি পণ্য সংগ্রহ করার জন্য আহব্বান করা হলো। 

 
আহব্বানে
মোঃ আব্দুল ওহাব প্রধান রিপন
চেয়ারম্যান
০৮ নং মনোহরপুর ইউপি
পলাশবাড়ী, গাইবান্ধা।

১৬ টি মোটর সাইকেল পুড়ে দিলো, গাইবান্ধায় কোটাবিরোধী অন্দোলনকারী ভিডিও



 

বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলন একটি গুরুত্বপূর্ণ সামাজিক ও রাজনৈতিক বিষয় হিসাবে দাঁড়িয়ে থাকে। কোটা বা আবন্টন ব্যবস্থা হলো এমন একটি সুযোগ-সম্ভাবনা বিতরণের পদক্ষেপ, যা নির্দিষ্ট সম্প্রদায়ের প্রতি ন্যায়তন্ত্রিক অধিকার ও সম্মান নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে। এটি বিশেষভাবে শিক্ষা, নিয়োগ, বেতন, বাসস্থান ইত্যাদি জায়গাগুলিতে অনুক্রমে প্রযোজ্য।


বাংলাদেশে প্রাথমিকভাবে কোটা ব্যবস্থার প্রথম আদেশ হল ১৯৭৪ সালে স্বাক্ষরিত একটি কোটা বিধি, যা প্রতি ক্ষেত্রে প্রতিষ্ঠানের সামগ্রিক প্রতিনিধিত্বের নামে কঠিন নির্বাচনের মাধ্যমে একটি নির্দিষ্ট সংখ্যক পদ সরবরাহ করতে পারে।


কোটা বিরোধী আন্দোলনের প্রধান কারণ হলো এটি সামাজিক ন্যায়ের বিপরীত বলে মনে হয়। প্রথমত, এর মধ্যে কোনও ক্ষতির অসম্ভাবনা রয়েছে, তাই বিশেষভাবে এটির সমর্থক পরিচালনা করতে চান। দ্বিতীয়ত, তারা বিশেষ কোটা ব্যবস্থার প্রতি ন্যায়তন্ত্রিক পরিপ্রেক্ষিতে এককটি স্বাধীন মূল্যায়ন দেখা দেয়, যা নেতৃত্বের সাথে প্রতিপক্ষ বিশ্বাস করে।

সংগৃহীত- ফেসবুক  



Thursday, July 4, 2024

মনোহরপুর ইউপি চেয়ারম্যান জনাব মোঃ আব্দুল ওহাব প্রধান রিপন ভাইয়ের সভাপতিত্বে বাল্য বিবাহ নিরোধ কমিটির সভা

অদ্য ০৪/০৭/২০২৪ ইং গণউন্নয়ন কেন্দ্র কর্তৃক আয়োজিত মনোহরপুর ইউপি কার্যালয়ে বাল্যবিবাহ নিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়। 
 
 
 
০৮ নং মনোহরপুর ইউপি চেয়ারম্যান জনাব মোঃ আব্দুল ওহাব প্রধান রিপন ভাইয়ের সভাপতিত্বে সভার কর্যক্রম শুরু হয়।
 

 
এসময় উপস্থিত ছিলেন, Susan, Country Diretar, Winrock International, American, ইউপি সচিব মোঃ রায়হান ফিরোজ, ইউপি সদস্যগণ, ইউনিয়ন বিবাহ রেজি: কাজী, বিভিন্ন শিক্ষাপ্র্রতিষ্ঠানের প্রধানগণ, উদ্দ্যোক্তা, গ্রামপুলিশ ও অত্র এলকার গণ্যমান্য ব্যক্তি বর্গ। 
 
 
 
 

Sunday, June 30, 2024

আর্জেন্টিনা বনাম ব্রাজিল: ফুটবলের মহাযুদ্ধ এবং জাতীয় গর্বের প্রতীক



আর্জেন্টিনা এবং ব্রাজিলের ফুটবল ম্যাচগুলি সবসময়ই অত্যন্ত উত্তেজনাপূর্ণ এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে থাকে। এই দুটি দেশ দক্ষিণ আমেরিকার ফুটবলের প্রধান শক্তি এবং তাদের মধ্যে ম্যাচগুলি কেবল ক্রীড়া প্রতিদ্বন্দ্বিতা নয়, বরং সংস্কৃতি এবং জাতীয় গর্বের প্রতীকও বটে। 


আর্জেন্টিনা এবং ব্রাজিলের প্রথম সাক্ষাৎ হয় ১৯১৪ সালে। সেই থেকে এই দুই দেশের মধ্যে বহু উত্তেজনাপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যার প্রতিটি ম্যাচেই দুই দেশের ভক্তদের মধ্যে উত্তেজনার পারদ চরমে ওঠে। পেলে, মেসি, ম্যারাডোনা এবং রোনালদিনহোর মতো কিংবদন্তি খেলোয়াড়রা এই ম্যাচগুলিতে খেলে গেছেন, যা এই প্রতিদ্বন্দ্বিতাকে আরও মহিমান্বিত করেছে।

ব্রাজিলের ফুটবলকে প্রায়ই "জোগো বনিতো" বা "সুন্দর খেলা" বলা হয়। তাদের খেলার স্টাইল সাধারণত আকর্ষণীয় ড্রিবলিং, তীক্ষ্ণ পাসিং এবং আক্রমণাত্মক কৌশলের জন্য পরিচিত। অন্যদিকে, আর্জেন্টিনার ফুটবল স্টাইল আরও কৌশলগত এবং সৃজনশীল। আর্জেন্টিনার খেলোয়াড়রা সাধারণত বলের নিয়ন্ত্রণ এবং সঠিক পাসিংয়ে দক্ষ হয়ে থাকে। 


দুই দলের মধ্যে মুখোমুখি ম্যাচগুলোতে ব্রাজিল বেশিরভাগ সময় সামান্য এগিয়ে রয়েছে, তবে আর্জেন্টিনাও তাদের দক্ষতা এবং পারফরম্যান্সের মাধ্যমে অনেক ম্যাচ জিতেছে। বিশেষ করে, ২০২১ সালে কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনা ব্রাজিলকে ১-০ গোলে পরাজিত করে শিরোপা জিতেছিল, যা লিওনেল মেসির প্রথম বড় আন্তর্জাতিক ট্রফি।


প্রতিটি আর্জেন্টিনা বনাম ব্রাজিল ম্যাচেই উত্তেজনা তুঙ্গে থাকে এবং খেলোয়াড়দের পারফরম্যান্স ছাড়াও দর্শকদের আবেগ এবং উন্মাদনাও ফুটে ওঠে। মাঠের মধ্যে খেলার চেয়ে মাঠের বাইরে সমর্থকদের উচ্ছ্বাসও এই ম্যাচগুলির অন্যতম বৈশিষ্ট্য। স্টেডিয়ামে বা টিভি পর্দার সামনে, বিশ্বের প্রতিটি প্রান্তের ভক্তরা এই ম্যাচগুলি দেখার জন্য অপেক্ষায় থাকে।

এছাড়াও, এই ম্যাচগুলির মধ্যে প্রায়ই কিছু বিতর্কিত মুহূর্তও থেকে যায়, যা ম্যাচের উত্তেজনা এবং নাটকীয়তা বাড়িয়ে তোলে। রেফারির সিদ্ধান্ত, খেলোয়াড়দের আচরণ এবং খেলার কৌশল নিয়ে আলোচনা এবং বিতর্ক হরহামেশাই দেখা যায়। 


আর্জেন্টিনা বনাম ব্রাজিল ম্যাচগুলির আরেকটি বৈশিষ্ট্য হল এই দুটি দেশের ফুটবল ঐতিহ্য এবং গর্ব। দুই দেশের ফুটবল ঐতিহ্য অনেক পুরানো এবং গভীরভাবে মূল প্রোথিত। এই ম্যাচগুলো কেবল ক্রীড়া প্রতিযোগিতা নয়, বরং দুই জাতির গর্বের প্রতীকও।

যখনই এই দুটি দল মুখোমুখি হয়, তখন শুধু দুটি দলের মধ্যেই নয়, বরং দুটি জাতির মধ্যেও এক ধরনের প্রতিদ্বন্দ্বিতা সৃষ্টি হয়। আর্জেন্টিনা এবং ব্রাজিলের ফুটবল ম্যাচগুলি কেবলমাত্র খেলাধুলার একটি দৃষ্টান্ত নয়, বরং দুটি দেশের মানুষের মধ্যে সংযোগ এবং আবেগেরও প্রতিফলন।

আরো জানুন

Friday, June 28, 2024

হরিনাবাড়ী কলেজের সাভাতি ও চেয়ারম্যান, মনোহরপুর ইউপি, মো: আব্দুল ওহাব প্রধান রিপনের এইচএসসি পরিক্ষার্থীদের উপলক্ষে প্রেরণা মূলক বক্তব্য



সম্মানিত শিক্ষকবৃন্দ, প্রিয় ছাত্রছাত্রী এবং অতিথিবৃন্দ

২৭/০৬/২০২৪ ইং হরিনাবাড়ী কলেজ কর্তৃক আয়োজিত, অত্র প্রতিষ্ঠানের ২০২৪ ইং এইচএসসি পরীক্ষার্থীদের এই বিদায় অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। কলেজ জীবনের এই বিশেষ মুহূর্তটি আমাদের সকলের জীবনে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। আজকের এই দিনটি আমাদের প্রিয় শিক্ষার্থীদের জীবনের একটি নতুন অধ্যায়ের সূচনা।

প্রথমেই, আমি শ্রদ্ধেয় শিক্ষকমণ্ডলীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের অক্লান্ত পরিশ্রম, দিকনির্দেশনা ও পৃষ্ঠপোষকতা ছাড়া এই শিক্ষার্থীরা আজকের এই অবস্থানে পৌঁছাতে পারত না। আপনাদের প্রতি আমাদের সম্মান ও কৃতজ্ঞতা সর্বদা থাকবে।

প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের বিদায় কিন্তু এটি কোনো শেষ নয়, বরং একটি নতুন যাত্রার সূচনা। তোমাদের সামনে যে ভবিষ্যৎ অপেক্ষা করছে তা তোমাদের কঠোর পরিশ্রম, সততা এবং নিষ্ঠার উপর নির্ভরশীল। শিক্ষার আলো দিয়ে তোমরা নিজেদের এবং সমাজকে আলোকিত করবে।

তোমাদের সকলকে আমি একটি কথা বলতে চাই, জীবনের প্রতিটি মুহূর্তে নিজেকে সৎ এবং নিষ্ঠাবান রাখবে। সততা এবং পরিশ্রমের মাধ্যমে তোমরা সকল বাধা অতিক্রম করতে পারবে। জীবনে সফলতা অর্জনের জন্য কঠোর পরিশ্রম এবং ধৈর্য অপরিহার্য।

আমাদের কলেজের স্মৃতিগুলো তোমাদের জীবনে অনুপ্রেরণা হিসেবে থাকবে। শিক্ষকদের পরামর্শ, বন্ধুদের সাথে কাটানো সময়, প্রতিটি মুহূর্তের স্মৃতি তোমাদের জীবনে এক অমূল্য সম্পদ। 

আজকের এই বিশেষ দিনে, আমি তোমাদের সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। তোমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা অর্জন করো, এটাই আমাদের সকলের একান্ত কামনা। তোমাদের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি আসুক।

ধন্যবাদ এবং শুভকামনা রইল।






Monday, June 24, 2024

শিক্ষনীয় বিষয় চাদনী ও চন্দনের অমলিন ভালোবাসা- চাদনীর বিরহের জীবন কাহিনীঃ পার্ট-1

রাত গভীর থেকে গভীরতর হতে থাকে। চাদনীর চোখে আজ ঘুম আসছে না। সে বসে আছে জানালার পাশে, চাঁদের আলো তার মুখে পড়ছে। তার জীবনের প্রতিটি মুহূর্ত এখন মনে হচ্ছে এক বিরহের সাগর।

চাদনী আর চন্দন—এই নাম দুটি একসময় একসঙ্গে উচ্চারিত হতো। তারা ছোটবেলা থেকেই একে অপরকে ভালোবাসত। তাদের ভালোবাসার গল্প সবাই জানত। স্কুলের বন্ধুত্ব, কলেজের প্রেম, সবকিছু যেন স্বপ্নের মতো সুন্দর ছিল।


চাদনী  আর চন্দনের জীবনের গল্প এক সুন্দর স্বপ্নের মতো চলছিল। তবে ভাগ্যের নির্মম পরিহাস তাদের জীবনকে ভেঙে দিয়েছিল। চন্দনের বাবা একজন সরকারি চাকুরীজীবী ছিলেন। হঠাৎই তাকে ঢাকায় বদলি করা হয়। চন্দন চলে যায় ঢাকায়। চাদনী গ্রামের ছোট্ট শহরে একা পড়ে থাকে।


চন্দন চলে যাওয়ার পর থেকে চাদনীর জীবনে একটা শুন্যতা তৈরি হয়। শুরুতে তারা একে অপরের সাথে নিয়মিত যোগাযোগ রাখত। চিঠি, ফোনকল—সবকিছু দিয়েই তারা একে অপরকে অনুভব করত। কিন্তু সময়ের সাথে সাথে সবকিছু বদলে যেতে লাগল। চন্দনের ব্যস্ততা বাড়তে থাকে, চাদনীর সাথে তার যোগাযোগ কমে যেতে থাকে।

একদিন চাদনী খবর পেল, চন্দনের বিয়ে ঠিক হয়েছে। এই খবরটা চাদনীকে ভেঙে চুরমার করে দেয়। চাদনীর মনের মধ্যে একটা ভয়ানক ঝড় বয়ে যায়। সে চন্দনকে ফোন করে। চন্দন জানায়, সে বাবা-মায়ের ইচ্ছার বিরুদ্ধে যেতে পারেনি।

চাদনী কান্নায় ভেঙে পড়ে। তার হৃদয় ভেঙে যায়। সে বুঝতে পারে, তার জীবনের সবচেয়ে প্রিয় মানুষটি তাকে ছেড়ে চলে গেছে। চন্দনের কথা মনে করে সে অশ্রুসিক্ত হয়ে পড়ে।

দিন কাটতে থাকে, কিন্তু চাদনীর জীবনে চন্দনের স্মৃতি গুলো অমলিন থেকে যায়। সে প্রতিদিন চন্দনের পুরনো চিঠিগুলো পড়ে, পুরনো ছবিগুলো দেখে। তার মনে হয়, চন্দন এখনো তার পাশে আছে।

একদিন, চাদনী একা বসে ছিল তাদের পুরনো স্মৃতির স্থানে, যেখানে তারা প্রথমবার একে অপরের প্রেমে পড়েছিল। সে হঠাৎই একটি চিঠি পায়। চিঠিটি চন্দনের। আহাদ লিখেছে, "চাদনী, তোমাকে আমি কখনও ভুলতে পারিনি। আমার হৃদয়ের প্রতিটি কণায় তুমি আছো। আমার জীবনে যা কিছু ঘটেছে, সব কিছুই আমার নিয়তি। আমি জানি, আমরা একসাথে থাকতে পারিনি, কিন্তু তুমি আমার হৃদয়ে চিরকাল থাকবে।"

চাদনী চিঠিটা হাতে নিয়ে কেঁদে ফেলে। সে বুঝতে পারে, চন্দন তাকে সত্যিই ভালোবাসত। কিন্তু জীবন তাদের একসাথে থাকতে দেয়নি। চাদনী চিঠিটা বুকের সাথে চেপে ধরে বলে, "চন্দন, আমি তোমাকে কখনও ভুলব না। তুমি আমার হৃদয়ের একান্ত অংশ হয়ে থাকবে চিরকাল।"

রাত গভীর থেকে গভীরতর হতে থাকে, কিন্তু চাদনীর মনে এখন একটা শান্তি আসে। সে জানে, তার ভালোবাসা সত্য ছিল, আর সেই সত্য ভালোবাসা কখনও হারিয়ে যায় না। তাদের ভালোবাসার গল্প হয়তো অসমাপ্ত, কিন্তু সেই ভালোবাসা চিরকাল অমর হয়ে থাকবে।

এই বিরহের মধ্যেও চাদনীর এক নতুন শক্তি খুঁজে পায়। সে বুঝতে পারে, ভালোবাসা শুধুমাত্র পাশে থাকার নাম নয়, ভালোবাসা হলো হৃদয়ে একে অপরকে চিরকাল ধরে রাখা।

এভাবেই চাদনীর জীবনের একটি অধ্যায় শেষ হয়, কিন্তু তার হৃদয়ে শুরু হয় এক নতুন ভালোবাসার গল্প-----------

সংগ্রহীত- 

পরবর্তী

Sunday, June 23, 2024

বাবা-ছেলের অটুট-বন্ধন পড়লেই চোখে জল এসে যাবে


তিতাস আর তার পিতা

গ্রামের নাম ছিল সৈয়দপুর। সেখানে বাস করত এক ছোট্ট মেয়ে, নাম তিতাস। তিতাসের বয়স দশ বছর, কিন্তু মনের দিক থেকে সে অনেক পরিণত। তার বাবার নাম ছিল শুনিল, পেশায় তিনি একজন কৃষক। তাদের ছোট্ট ঘর, সামান্য জমি আর গরুর গাড়ি - এটাই ছিল তাদের সব।

তিতাসের মা মারা গিয়েছিল অনেক আগেই। তাই তিতাস আর শুনিল একে অপরের জন্য সবকিছু ছিল। তিতাস তার বাবার কাজে সাহায্য করত, রান্না করত, এবং সন্ধ্যাবেলায় বাবার কোলে মাথা রেখে গল্প শুনত। শুনিল তার ছেলের প্রতি ছিল অত্যন্ত স্নেহশীল।



একদিন সকালে, শুনিল মাঠে কাজ করতে গিয়েছিল। তিতাস একা ঘরে বসে ছিল, হাতে তার মায়ের একটা পুরোনো চুড়ি। হঠাৎ করে একটা তীব্র বজ্রপাত হয়, সঙ্গে সঙ্গেই তিতাসের মনে একটা অশুভ আশঙ্কা জন্মায়। সে দৌড়ে মাঠে যায় এবং দেখে তার বাবা মাটিতে পড়ে আছে। তিতাসের কান্না বেরিয়ে আসে। শুনিল আর সাড়া দিচ্ছিল না।

তিতাস গ্রামবাসীদের ডাকল। সবাই এসে শুনিলকে বাড়িতে নিয়ে গেল। গ্রামের ডাক্তার এসে জানাল, শুনিল হঠাৎ স্ট্রোক করেছে। গ্রামের মানুষের সাহায্যে শুনিলকে শহরের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিতাস হাসপাতালে তার বাবার পাশে বসে ছিল, তার ছোট্ট হাত দিয়ে বাবার হাত ধরে ছিল।

দিন গড়াল, তিতাসের বাবার অবস্থা ধীরে ধীরে ভালো হতে শুরু করল। ডাক্তার জানাল, সঠিক যত্ন আর ভালো খাবার পেলে শুনিল শিগগিরই সুস্থ হয়ে উঠবে। গ্রামের মানুষজন সাহায্য করল, তাদের খাবার ও ওষুধের জোগান দিল।

শুনিল সুস্থ হয়ে ফিরে এল তার ছোট্ট ঘরে। তিতাস আনন্দে কেঁদে ফেলল। বাবাকে আবার কাছে পেয়ে সে যেন পৃথিবীর সমস্ত সুখ পেয়ে গেল। শুনিল তিতাসের মাথায় হাত রেখে বলল, "তুই আমার শক্তি রে বাব। তোর জন্যই আজ আমি বেঁচে আছি।"



তিতাস আর তার বাবা আবার সেই আগের মতো সুখে শান্তিতে জীবন কাটাতে লাগল। তাদের ভালোবাসা ছিল অটুট, যা কোনো ঝড়-ঝঞ্ঝা তাদের জীবন থেকে কেড়ে নিতে পারেনি। তিতাসের চোখে ছিল সপনো আর মনে ছিল অসীম সাহস। তারা জানত, যত বাধাই আসুক, একসঙ্গে থাকলে সবকিছু পার হওয়া সম্ভব। 

Read More

Saturday, June 22, 2024

মনাহরপুর ইউপি চেয়ারম্যান মো: আব্দুল ওহাব প্রধান রিপন এর সহযোগীতায় হুইল চেয়ার পেল প্রতিবন্ধী মুন্নি বেগম

ইউপি চেয়ারম্যান এর সহযোগীতায় হুইলচেয়ার পেল প্রতিবন্ধী মুন্নি বেগম
অবশেষে হুইল চেয়ার পেল প্রতিবন্ধী মুন্নি বেগম।
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউপি চেয়ারম্যান আব্দুুল ওহাব প্রধান রিপন এর পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা উপলক্ষে হুইলচেয়ার দিলেন কষ্টে থাকা শারীরিক প্রতিবন্ধী মুন্নি বেগমকে।

একটি হুইল চেয়ারের আকুতি "শিরোনামে বিভিন্ন অনলাইন গণমাধ্যমে একটি সংবাদ প্রকাশিত হয়।
শারীরিক প্রতিবন্ধী মুন্নির খবরটি নজরে আসে চেয়ারম্যান আব্দুুল ওহাব প্রধান রিপনের
এবং হুইল চেয়ার দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।
পরে তিনি প্রতিবেদকের সঙ্গে যোগাযোগ করেন।

শুক্রবার(২১ জুন) ঈদ আযহা উপলক্ষে প্রতিবেদকের মাধ্যমে প্রতিবন্ধী মুন্নি এর পরিবারের উপস্থিতিতে হুইল চেয়ারটি দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন,বাংলাদেশ আওয়ামীলীগ মনোহরপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আব্দুুল ওহাব প্রধান রিপন,যুগ্ন-সাধারণ মাহাবুব আলম,সংবাদকর্মী আসাদুজ্জামান রুবেল, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা শাহাজান চৌধুরী।
 
প্রতিবেদক
মো: আসাদুজ্জামন রুবেল 

 

 

Friday, June 21, 2024

বর্তমান সময়ের আর্তংকের নাম রাসেল ভাইপার সাপ, আসুন জেনে নেই রাসেল ভাইপার সাপ সম্পর্কে


দেশে বেড়েছে রাসেলস ভাইপারের উপদ্রব। বিষধর এ সাপটির দংশনে বিভিন্ন জেলায় মৃত্যুর খবরও পাওয়া যাচ্ছে। বিশেষ করে খেতের ফসল কাটতে গেলে এ সাপের আক্রমণের শিকার হচ্ছেন চাষি। 

বিশেষজ্ঞরা বলছেন, দেশের অন্তত ২৫টি জেলায় ছড়িয়ে পড়েছে রাসেলস ভাইপার। প্রায়শই এসব এলাকায় এ সাপের দংশনে মৃত্যুর খবর আসছে।

ভারতে প্রতি বছর যে পরিমাণ সাপে কাটার ঘটনা ঘটে, তার মধ্যে অন্তত ৪৩ শতাংশ এবং শ্রীলঙ্কায় প্রতি বছর মোট সাপে কাটার ঘটনার ৩০ থেকে ৪০ শতাংশ রাসেলস ভাইপারের কারণে হয়ে থাকে। বাংলাদেশের ক্ষেত্রে এখনো এর সঠিক কোনো পরিসংখ্যান নেই।

s sss 

বাংলাদেশে যেসব সাপ দেখা যায় সেগুলোর মধ্যে এটিই সবচেয়ে বিষাক্ত বলে বিশেষজ্ঞরা বলে থাকেন।

সাধারণত কৃষি জমিতে থাকে বলে মানুষ অনেক সময়ই সাপের গায়ে পা দেন বা না জেনে একে বিরক্ত করেন। তখন রাসেলস ভাইপার বিপন্ন বোধ করলে আচমকা আক্রমণ করে বসে। এ জন্য ধানখেত বা গমখেতে কাজে নামার আগে লম্বা বাঁশ দিয়ে জায়গাটি নাড়িয়ে নিতে হবে।

বিশেষজ্ঞরা জানান, খেতে নামার সময় গামবুট পরে, জিনসের ট্রাউজার পরে কাজে নামতে হবে। এতে সাপের কামড় থেকে রক্ষা পাওয়া যাবে।

 রাসেল ভাইপারের দংশনের শিকার ব্যক্তির কিডনি দ্রুত অকেজো হতে শুরু করে। শরীর জ্বালাপোড়া করার পাশাপাশি দংশনের স্থানে পচন ধরে।

একইসঙ্গে দংশনের শিকার ব্যক্তির রক্ত জমাট বাঁধতে শুরু করে। এসব ক্ষেত্রে দ্রুত চিকিৎসা দেওয় না হলে আক্রান্ত ব্যক্তিকে বাঁচানো সম্ভব হয় না।

সাপটির দংশনের শিকার ব্যক্তিদের চিকিৎসার অভিজ্ঞতা উল্লেখ করে চিকিৎসক আরও বলেন, রাসেল ভাইপারের এন্টিভেনম থাকলেও সেটা খুব একটা কাজ করে না।

২০১৫ সালের দিকে আমরা প্রথম রাসেল ভাইপারে কামড়ানো রোগী পেয়েছিলাম। সে সময় আক্রান্ত হাত-পা কেটে ফেলেও রোগীকে বাঁচানো যায়নি। তাই সাপটির কবল থেকে বাঁচতে সচেতনতাই কার্যকর পথ

 Sss s

ভাইপার রাসেলস দংশন করলে করণীয় সম্পর্কে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সুপারনিউমেরারি অধ্যাপক মো. ফরিদ আহসান বলেন, কামড়ে যদি দাঁত বসে যায়, তাহলে ক্ষতস্থানের ওই জায়গাটিসহ ওপর-নিচের খানিকটা জায়গা নিয়ে হালকা করে ব্যান্ডেজ দিয়ে পেঁচিয়ে দিতে হবে। নড়াচড়া করা যাবে না। রোগীকে সাহস দিতে হবে। হাঁটা-চলাচল একেবারেই বন্ধ করে দিতে হবে। যাতে রক্ত চলাচলটা একটু কম হয়। এভাবে যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে যেতে হবে।

, গ্রামাঞ্চলের কোথাও যদি গাড়ি না পাওয়া যায়, তাহলে মোটরসাইকেলে রোগীকে চালক ও আরেক আরোহীর মাঝে বসিয়ে নিতে হবে। তাহলে একটু দ্রুত হবে।

 বেশিরভাগ ক্ষেত্রে কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে রোগীকে হাসপাতালে নেওয়া হয় না। অনেকটা দেরি হয়ে যায়। তখন এটা একটা বড় বিষয় হয়ে দাঁড়ায়। এই সাপের বিষ এমনই বেশি যে একসঙ্গে শরীরের অনেকগুলো অঙ্গ আক্রান্ত হয়ে যায়

Read more 

Wednesday, June 19, 2024

খবর প্রকাশের পর “পলাশবাড়ী প্রজম্ম তরুন সংঘ” থেকে হুইল চেয়ার পেল শারীরিক প্রতিবন্ধী মমিনুল ইসলাম-৩৫

০৮ নং মনোহরপুর ইউনিয়নের চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামীলীগের  সাধারণ সম্পাদক  জনাব মোঃ আব্দুল ওহাব প্রধান রিপন ভাইয়ের মাধ্যমে মনোহরপুর ইউনিয়নের নিমদাসেরভিটা গ্রামের অসহায় প্রতিবন্ধী পরিবারের সন্ধান পায় এবং সাংবাদিক আসাদুজ্জামান রুবেল সরাসরি পরিবারটির সাথে কথা বলে এবং পরিবারটি একটি হুইল চেয়ার এর আকুতি করে সেই মোতাবেক সাংবাদিক আসাদুজ্জামান রুবেল তার নিজস্ব ফেসবুক আইডি থেকে গত- ১০/০৬/২০২৪ ইং তারিখে প্রতিবন্ধী মমিনুল ইসলাম-৩৫ এর জন্য একটি হুইল চেয়ার চেয়ে খবর প্রকাশ করে। খবরটি পলাশবাড়ী প্রজম্ম তরুন সংঘ এর নজরে আসলে উক্ত সংঘের প্রতিষ্ঠাতা পরিচালক ও সভাপতি সাংবাদিক মোঃ আসাদুজ্জামান রুবেল এর সাথে যোগাযোগ করে অদ্য- ১৯/০৬/২০২৪ ইং তারিখে মনোহরপুর ইউপি চেয়ারম্যান জনাব মোঃ আব্দুল ওহাব প্রধান রিপন এর উপস্থিতে শারীরিক প্রতিবন্ধী মমিনুল ইসলাম-৩৫ কে  একটি হুইল চেয়ার প্রদান করেন  পলাশবাড়ী প্রজম্ম তরুন সংঘ এর প্রতিষ্ঠাতা পরিচালক ও সভাপতি মোঃ আল-আমিন। 


এসময় উপস্থিত ছিলেন,  পলাশবাড়ী প্রজম্ম তরুন সংঘের সদস্য বৃন্দ, মনোহরপুর ইউনিয়ন আওয়ামীলীগের জয়েন্ট সেক্রেটারী মোঃ মাহবুব আলম, সাবেক ইউপি সদস্য ও ০৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ শাহজাহন চৌধুরী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরিবারটি প্রতিবন্ধী মমিনুল ইসলাম (৩৫) এর জন্য একটি হুইল চেয়ার পাওয়ায় পলাশবাড়ী প্রজম্ম তরুন সংঘ, সাংবাদিক ও চেয়ারম্যান এর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে। 


চেয়ারম্যন মহোদয় এসময় সকল কে “তাদের  আশে পাশে থাকা অসহায় মানুষদের পাশ্বে থাকার জন্য অনুরোধ করেণ” এবং পলাশবাড়ী প্রজম্ম তরুন সংঘ সহ সাংবাদিক কে ধন্যবাদ জানান অসহায় প্রতিবন্ধীর পাশ্বে দাড়ানোর জন্য। 

প্রতিবেদক

মোঃ আসাদুজ্জামন রুবেল  

 

Read More 

Monday, June 17, 2024

Adsterra Network and earn 5% of their revenue lifetime

  

Join Adsterra 

Adsterra Network and earn 5% of their revenue lifetime 

Wednesday, June 12, 2024

মনোহরপুর ইউনিয়নের টিসিবি বিতরণের শুভ উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মো: আব্দুল ওহাব প্রধান রিপন



অদ্য ১২/০৬/২০২৪ ইং তারিখ সকাল ৯.০০ ঘটিকার সময় মনোহরপুর ইউনিয়নে টিসিবি বিতর‌ণ এর শুভ উদ্বোধন করেন জনাব মো: আব্দুল ওহাব প্রধান রিপন,চেয়ারম্যান, সাধারণ সাধারণ সম্পাদক মনোহরপুর ইউনিয়ন আওয়ামীলীগ, সভাপতি মনোহরপুরউচ্চ বিদ্যালয় ও হরিনাবাড়ী কলেজ।


এসময় উপস্থিত ছিলেন মনোহরপুর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার মো: সোহেল রানা, ইউপি সচিব মো: রায়হান ফিরোজ, ইউনিয়ন আওয়ামীলীগের জয়েন্ট সেক্রেটারী মো: মাহবুব আলম, ডিলার গণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপকারভোগীগন।


সকাল ৯.০০ থেকে শুরু করে বিকাল ৫.০০ পর্যন্ত সুষ্ঠ ভাবে টিসিবি পণ্য বিক্রয় করা হয়।

বিস্তারিত




Tuesday, June 11, 2024

আগামী ১২/০৬/২০২৪ ইং মনোহরপুর ইউনিয়নে টিসিবি বিতরণে এবার যে যে পণ্য থাকছে বিস্তারিত------

 সু-খবর ,                         সুখবর ,                             সুখবর

০৮ নং মনোহরপুর ইউনিয়নের টিসিবি কার্ডধারীদের জন্য সু-খবর অসছে আগামী- ১২ জুন ২০২৪ ইং রোজ বুধবার সকাল ৯.০০ থেকে বিকাল ৪.০০ পর্যন্ত মনোহরপুর ইউপি চত্বর হইতে সূলভ মূল্যে টিসিবি পন্য বিক্রয় করা হইবে।


 টিসিবিতে যা থাকছে, চাল ৫ কেজি, ২ লিটার সোয়াবিন তৈল, মশুর ডাল ২ কেজি। প্রতিটি প্যাকেজের মূল্য ৪৭০ টাকা মাত্র। 


টিসিবি কার্ড নিয়ে টিসিবি পণ্য সংগ্রহ করার জন্য আহব্বান করা হলো। 

আহব্বানে 

মোঃ আব্দুল ওহাব প্রধান রিপন 

চেয়ারম্যান 

০৮ নং মনোহরপুর ইউপি 

পলাশবাড়ী, গাইবান্ধা।  

 




Saturday, June 8, 2024

মেসার্স ইশরাক ইলেকট্রনিক্স ওয়ালটন ফ্রিজে ১৪% ডিসকাউন্ট সীমত সময়ের জন্য

মেসার্স ইশরাক ইলেকট্রনিক্স ঈদ-উল-আযহা উপলক্ষে দিচ্ছে ফ্রিজে ১৪% ডিসকাউন্ট সীমত সময়ের জন্য। 

প্রোডাক্ট বিস্তারিতঃ 

WFB-2B6-GDEL-XX

   - Type: Direct Cool
   - Gross Volume: 252 Ltr
   - Net Volume: 238 Ltr
 

Wednesday, June 5, 2024

হরিনাবাড়ী কলেজের নব এডহক মিটির সভাপতি মোঃ আব্দুল ওহাব প্রধান রিপনসহ এডহক কমিটির সকল সদস্য কে ফুলেল শুভেচ্ছা।

গত- ০৪/০৬/২০২৪ ইং তারিখের দিনাজপুর শিক্ষা বোর্ডের অনুমোদনে অদ্য ০৫/০৬/২০২৪ ইং রোজ বুধবার হরিনাবাড়ী কলেজ কর্তৃপক্ষের অয়োজেনে নব এড হকমিটির সভাপতি মোঃ আব্দুল ওহাব প্রধান রিপনসহ এডহক কমিটির সকল সদস্য কে ফুল দিয়ে বরণ করে নেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারী ও ছাত্রছাত্রী বৃন্দ। সেই সাথে হরিনাবাড়ী কলেজের লাইব্রেরীয়ান শিক্ষক রাকিব-উদ-দৌলা (সবুজ) এর আকাল মৃত্যুতে শোক ও দোয়া মাফিল করেন।

 ssss

উক্ত অনুষ্ঠানে, উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের এডহক কমিটির সভাপতি মোঃ আব্দুল ওহাব প্রধান রিপন, সকল সদস্য, শিক্ষক, কর্মচারী ও ছাত্রছাত্রী বৃন্দ।

 

এসময় বক্তব্য রাখেন, মোঃ আতিকুর রহমান আতিক, সভাপতি, ০৯ নং হরিনাথপুর ইউনিয়ন আওয়ামীলীগ, প্রতিষ্ঠানের শিক্ষক, মনোহরপুর ইউনিয়ন আওয়ামীলীগের জয়েন্ট সেক্রেটারী মোঃ মাহবুব আলম, মনোহরপুর ইউপি ০৬ নং ওয়ার্ড সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোঃ মমিনুল হায়াৎখান রিজন, ইউপি সদস্য ০৩ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ তাজুল ইসলাম, মোঃ শাহজাহান চৌধুরী, মনোহরপুর ইউনিয়ন ০৩ নং ওয়ার্ড সভাপতি প্রমুখ।   

Read More

 




   


 



 

Monday, June 3, 2024

মনোহরপুর ইউপি চেয়ারম্যান মহোদয়কে অভিনন্দন ও শুভেচ্ছা ❤️❤️❤️❤️❤️🥀🌹🌹🌹🌹🌹🌹🥀🥀🌹

অভিনন্দন ও শুভেচ্ছা ❤️❤️❤️❤️❤️🥀🌹🌹🌹🌹🌹🌹🥀🥀🌹


মোঃ আব্দুল ওহাব প্রধান রিপন ভাই মনোহরপুর ইউনিয়নে সাধারণ সম্পাদক হিসাবে দীর্ঘদিন থাকার পর, ২০২১ ইং সালে ২য় বার  ইউপি সাধারণ নির্বাচনে নৌকা প্রতিক নিয়ে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। এর পর মনোহরপুর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি বিভিন্ন বাধা ও প্রতিকুলতার মধ্যে দিয়ে নির্বাচিত হন। 


অদ্য - ০৩/০৬/২০২৪ ইং ০৮ নং মনোহরপুর ইউপি চেয়ারম্যান ও মনোহরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল ওহাব প্রধান রিপন ভাইয়ের আরও একটি অর্জন “হড়িনাবাড়ী কলেজ” এর এডহক কমিটির সভাপতি হওয়ায় মনোহরপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টার এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার সফলতা কামনা করছি।

পরবর্তী

Thursday, May 30, 2024

মনোহরপুর ইউনিয়নে টিসিবি বিতরণ শুভ উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল ওহাব প্রধান রিপন


 অদ্য- ৩০ মে ২০২৪ ইং তারিখে মনোহরপুর ইউনিয়ন পরিষদ থেকে টিসিবি পন্য বিক্রয়ের উদ্বোধন করেন মনোহরপুর ইউপি চেয়ারম্যান জনাব মো: আব্দুল ওহাব প্রধান রিপন। 


এসময় উপিস্থিত ছিলেন, মনোহরপুর ইউনিয়ন ট্যাগ অফিসার জনাব মো: সোহেল রানা,  মনোহরপুর ইউপি সচিব জনাব মো: রায়হান ফিরোজ, ০৬ নং ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান জনাব মো: মমিনুল হায়াৎ খান রিজন, সংরক্ষিত মহিলা সদস্য মোছা: জাহানারা বেগম, মোছাঃ রুপালী বেগম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ আবু আনাস রানা , টিসিবি ডিলার গণ, গণ্যমান্য ব্যক্তি ও উপকারভোগীগণ। 

 

সকাল ৯.০০ থেকে শুরু করে বিকাল ৪.০০ টা পর্যন্ত ৩০৬৮ জন সুবিধাভোগীর মাঝে সুষ্ঠ ভাবে পণ্য বিক্রয় করা হয়।  

পরবর্তী

Wednesday, May 29, 2024

মনোহরপুর টিসিবি বিতরণে এবার যে যে পণ্য থাকছে বিস্তারিত।

 সু-খবর ,                         সুখবর ,                             সুখবর 


০৮ নং মনোহরপুর ইউনিয়নের টিসিবি কার্ডধারীদের জন্য সু-খবর অসছে আগামী- ৩০ মে ২০২৪ ইং রোজ বৃহস্পতিবার সকাল ৯.০০ থেকে বিকাল ৪.০০ পর্যন্ত মনোহরপুর ইউপি চত্বর হইতে সূলভ মূল্যে টিসিবি পন্য বিক্রয় করা হইবে।


 টিসিবিতে যা থাকছে, চাল ৫ কেজি, ২ লিটার সোয়াবিন তৈল, মশুর ডাল ২ কেজি। প্রতিটি প্যাকেজের মূল্য ৪৭০ টাকা মাত্র। 

 

টিসিবি কার্ড নিয়ে টিসিবি পণ্য সংগ্রহ করার জন্য আহব্বান করা হলো। 

আহব্বানে 

মোঃ আব্দুল ওহাব প্রধান রিপন 

চেয়ারম্যান 

০৮ নং মনোহরপুর ইউপি 

পলাশবাড়ী, গাইবান্ধা।  

Read More

 

 

 

 

Monday, May 20, 2024

ভোটার তালিকায় নাম খোজার দিনে শেষ , আপনার জাতীয় পরিচয়পত্র নং ও জন্ম তারিখ দিয়ে বেড় করুন ভোট কেন্দ্র এবং ক্রমিক নং এ্যপসি টি ইনস্টল করুন।

 


আসছে আগামী ২০/০৫/২০২৪ ইং রোজ মঙ্গলবার ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। ভোট দিতে গিয়ে আপনার ভোটার ক্রমিক নিয়ে ভাবছেন। আর নয় ভাবনা এখনি আপনার ফোনে নির্বাচন কমিশনের স্মার্ট 


এ্যাপস টি ইনষ্টল করুন এবং নিজেই জেনেনিন আপনার ভোটার ক্রমিক নং। সহজেই আপনার কেন্দ্র এবং ভোটর ক্রমিক নং বেড় করুন। ভোটার তালিকায় নাম খোজার দিনে শেষ স্মার্ট বাংলাদেশ  








Saturday, May 18, 2024

শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাতে ছুটে যান ইউপি চেয়ারম্যান সহ ইউপি সদস্য

০৮ নং মনোহরপুর ইউনিয়নের ০১ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সোহেল রানা'র সহধর্মীনী অদ্য ১৮/০৫/২০২৪ ইং দুপুর: ১২.৪০ ঘটিকার সময় অসুস্থ্য জনিত কারনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হেমাটোলজি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ঢাকা থেকে বাড়ীতে লাশ নিয়ে আসা মাত্র মনোহরপুর ইউপি চেয়ারম্যান জনাব মোঃ আব্দুল ওহাব প্রধান রিপন ও সকল ইউপি সদস্য, সংরক্ষিত মহিলা সদস্যসহ বেশ কয়েকজন গন্যমান্য ব্যক্তিকে নিয়ে ইউপি সদস্যের বাড়ীতে গিয়ে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও শোক প্রকশ করেন। 


Read More 

চাচার হাতে ভাতিজী খুন, Nephew killed by uncle

 

০৮ নং মনোহরপুর ইউনিয়নে পারিবারিক কলহের জেরে আপন চাচার ছুরিকাঘাতে ভাতিজি নিহত । 


নিহত পাপিয়া (৪৫) উপজেলার মনোহরপুর ইউনিয়নের বিরামেরভিটা গ্রামের মৃত নুরুল ইসলাম মাস্টারের মেয়ে।  


অদ্য 18/05/2024 ইং নিহত পাপিয়ার চাচা দুলা মিয়া তার লোকজন ও ছেলে রাব্বিকে নিয়ে পাপিয়াদের পূর্বের বিরোধপূর্ণ জমিতে জোরপূর্বক গাছ রোপন করতে যায়। এতে পাপিয়াসহ পরিবারের লোকজন বাধা দিলে কথাকাটাকাটির এক পর্যায়ে চাচা দুলা মিয়ার হাতে থাকা। 


 ছুরি দিয়ে ভাতিজি পাপিয়ার গলায় আঘাত করে৷ এতে পাপিয়া গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এসময় স্বজনরা তাকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে পাপিয়ার মৃত্যু হয় ।



Monday, May 13, 2024

মনোহরপুর ইউপি চেয়ারম্যান জনাব মোঃ আব্দুল ওহাব প্রধান রিপনের সভাপতিত্বে জন স্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের প্রশিক্ষন অনুষ্ঠিত।

 

 

অদ্য -১৩/০৫/২০২৪ ইং তারিখে মনোহরপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জন স্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপি মনোহরপুর ইউপি চেয়ারম্যান, সকল ইউপি সদস্য, ইউপি সচিব, হিসাবসহকারী, উদ্দ্যোক্তা, গ্রামপুলিশ ও গন্যমান্য ব্যাক্তিদের মানব সম্পদ উন্নয়নে গ্রামীন পানি সরবরাহ, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি বিষয়ে প্রশিক্ষন প্রদান করেণ।

 

উক্ত প্রশিক্ষন অনুষ্ঠানে প্রশিক্ষন  প্রদান করেন জন স্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের কর্মকর্তাগণ।

 

প্রশিক্ষন শেষে ইউপি চেয়ারম্যান জনাব মোঃ আব্দুল ওহাব প্রধান রিপন সকলের উদ্দেশে স্যানিটেশন সম্পর্কে সর্বসাধরণকে সচেতন করে তোলার জন্য অনুরোধ করেন।   

বিস্তারিত

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


Sunday, May 12, 2024

এস এস সি রেজাল্ট, তালুকজামিরা, হরিনাবাড়ী, মনোহরপুর, হালিমনগর, ফকিরহাট, ফকিরহাট গালস, পবনাপুর উচ্চ বিদ্যাললেয় রেজাল্ট



PDF DOWNLOD