Free Youtube Subscribe

Thursday, May 30, 2024

মনোহরপুর ইউনিয়নে টিসিবি বিতরণ শুভ উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল ওহাব প্রধান রিপন


 অদ্য- ৩০ মে ২০২৪ ইং তারিখে মনোহরপুর ইউনিয়ন পরিষদ থেকে টিসিবি পন্য বিক্রয়ের উদ্বোধন করেন মনোহরপুর ইউপি চেয়ারম্যান জনাব মো: আব্দুল ওহাব প্রধান রিপন। 


এসময় উপিস্থিত ছিলেন, মনোহরপুর ইউনিয়ন ট্যাগ অফিসার জনাব মো: সোহেল রানা,  মনোহরপুর ইউপি সচিব জনাব মো: রায়হান ফিরোজ, ০৬ নং ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান জনাব মো: মমিনুল হায়াৎ খান রিজন, সংরক্ষিত মহিলা সদস্য মোছা: জাহানারা বেগম, মোছাঃ রুপালী বেগম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ আবু আনাস রানা , টিসিবি ডিলার গণ, গণ্যমান্য ব্যক্তি ও উপকারভোগীগণ। 

 

সকাল ৯.০০ থেকে শুরু করে বিকাল ৪.০০ টা পর্যন্ত ৩০৬৮ জন সুবিধাভোগীর মাঝে সুষ্ঠ ভাবে পণ্য বিক্রয় করা হয়।  

পরবর্তী

Wednesday, May 29, 2024

মনোহরপুর টিসিবি বিতরণে এবার যে যে পণ্য থাকছে বিস্তারিত।

 সু-খবর ,                         সুখবর ,                             সুখবর 


০৮ নং মনোহরপুর ইউনিয়নের টিসিবি কার্ডধারীদের জন্য সু-খবর অসছে আগামী- ৩০ মে ২০২৪ ইং রোজ বৃহস্পতিবার সকাল ৯.০০ থেকে বিকাল ৪.০০ পর্যন্ত মনোহরপুর ইউপি চত্বর হইতে সূলভ মূল্যে টিসিবি পন্য বিক্রয় করা হইবে।


 টিসিবিতে যা থাকছে, চাল ৫ কেজি, ২ লিটার সোয়াবিন তৈল, মশুর ডাল ২ কেজি। প্রতিটি প্যাকেজের মূল্য ৪৭০ টাকা মাত্র। 

 

টিসিবি কার্ড নিয়ে টিসিবি পণ্য সংগ্রহ করার জন্য আহব্বান করা হলো। 

আহব্বানে 

মোঃ আব্দুল ওহাব প্রধান রিপন 

চেয়ারম্যান 

০৮ নং মনোহরপুর ইউপি 

পলাশবাড়ী, গাইবান্ধা।  

Read More

 

 

 

 

Monday, May 20, 2024

ভোটার তালিকায় নাম খোজার দিনে শেষ , আপনার জাতীয় পরিচয়পত্র নং ও জন্ম তারিখ দিয়ে বেড় করুন ভোট কেন্দ্র এবং ক্রমিক নং এ্যপসি টি ইনস্টল করুন।

 


আসছে আগামী ২০/০৫/২০২৪ ইং রোজ মঙ্গলবার ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। ভোট দিতে গিয়ে আপনার ভোটার ক্রমিক নিয়ে ভাবছেন। আর নয় ভাবনা এখনি আপনার ফোনে নির্বাচন কমিশনের স্মার্ট 


এ্যাপস টি ইনষ্টল করুন এবং নিজেই জেনেনিন আপনার ভোটার ক্রমিক নং। সহজেই আপনার কেন্দ্র এবং ভোটর ক্রমিক নং বেড় করুন। ভোটার তালিকায় নাম খোজার দিনে শেষ স্মার্ট বাংলাদেশ  








Saturday, May 18, 2024

শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাতে ছুটে যান ইউপি চেয়ারম্যান সহ ইউপি সদস্য

০৮ নং মনোহরপুর ইউনিয়নের ০১ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সোহেল রানা'র সহধর্মীনী অদ্য ১৮/০৫/২০২৪ ইং দুপুর: ১২.৪০ ঘটিকার সময় অসুস্থ্য জনিত কারনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হেমাটোলজি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ঢাকা থেকে বাড়ীতে লাশ নিয়ে আসা মাত্র মনোহরপুর ইউপি চেয়ারম্যান জনাব মোঃ আব্দুল ওহাব প্রধান রিপন ও সকল ইউপি সদস্য, সংরক্ষিত মহিলা সদস্যসহ বেশ কয়েকজন গন্যমান্য ব্যক্তিকে নিয়ে ইউপি সদস্যের বাড়ীতে গিয়ে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও শোক প্রকশ করেন। 


Read More 

চাচার হাতে ভাতিজী খুন, Nephew killed by uncle

 

০৮ নং মনোহরপুর ইউনিয়নে পারিবারিক কলহের জেরে আপন চাচার ছুরিকাঘাতে ভাতিজি নিহত । 


নিহত পাপিয়া (৪৫) উপজেলার মনোহরপুর ইউনিয়নের বিরামেরভিটা গ্রামের মৃত নুরুল ইসলাম মাস্টারের মেয়ে।  


অদ্য 18/05/2024 ইং নিহত পাপিয়ার চাচা দুলা মিয়া তার লোকজন ও ছেলে রাব্বিকে নিয়ে পাপিয়াদের পূর্বের বিরোধপূর্ণ জমিতে জোরপূর্বক গাছ রোপন করতে যায়। এতে পাপিয়াসহ পরিবারের লোকজন বাধা দিলে কথাকাটাকাটির এক পর্যায়ে চাচা দুলা মিয়ার হাতে থাকা। 


 ছুরি দিয়ে ভাতিজি পাপিয়ার গলায় আঘাত করে৷ এতে পাপিয়া গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এসময় স্বজনরা তাকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে পাপিয়ার মৃত্যু হয় ।



Monday, May 13, 2024

মনোহরপুর ইউপি চেয়ারম্যান জনাব মোঃ আব্দুল ওহাব প্রধান রিপনের সভাপতিত্বে জন স্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের প্রশিক্ষন অনুষ্ঠিত।

 

 

অদ্য -১৩/০৫/২০২৪ ইং তারিখে মনোহরপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জন স্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপি মনোহরপুর ইউপি চেয়ারম্যান, সকল ইউপি সদস্য, ইউপি সচিব, হিসাবসহকারী, উদ্দ্যোক্তা, গ্রামপুলিশ ও গন্যমান্য ব্যাক্তিদের মানব সম্পদ উন্নয়নে গ্রামীন পানি সরবরাহ, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি বিষয়ে প্রশিক্ষন প্রদান করেণ।

 

উক্ত প্রশিক্ষন অনুষ্ঠানে প্রশিক্ষন  প্রদান করেন জন স্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের কর্মকর্তাগণ।

 

প্রশিক্ষন শেষে ইউপি চেয়ারম্যান জনাব মোঃ আব্দুল ওহাব প্রধান রিপন সকলের উদ্দেশে স্যানিটেশন সম্পর্কে সর্বসাধরণকে সচেতন করে তোলার জন্য অনুরোধ করেন।   

বিস্তারিত

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


Sunday, May 12, 2024

এস এস সি রেজাল্ট, তালুকজামিরা, হরিনাবাড়ী, মনোহরপুর, হালিমনগর, ফকিরহাট, ফকিরহাট গালস, পবনাপুর উচ্চ বিদ্যাললেয় রেজাল্ট



PDF DOWNLOD




Tuesday, May 7, 2024

গাইবান্ধা পল্লী বিদ্যুৎ সমিতিরি আওতাধীন ঘোড়াবান্ধা অভিযোগ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠান।

০৭-০৫-২০২৪ ইং মনোহরপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব মোঃ আব্দুল ওহাব প্রধান রিপন এর সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। 


উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্দুল কুদ্দুস, জেনারেল ম্যানেজার, গাইবান্ধা পল্লী বিদ্যুৎ সমিতি, গাইবান্ধা। 


বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ ইদ্রিস আলী প্রধান, ইউপি সদস্য ০২ নং ওয়ার্ড, জনাব মোঃ সোহেল রানা, ইউপি সদস্য, ০১ নং ওয়ার্ড, জনাব মোঃ আসাদুজ্জামান মজনু, ইউপি সদস্য ০৪ নং ওয়ার্ড। এছাড়াও উপস্থিত ছিলেন এম জি এস মুক্তা মন্ডল, সভাপতি, চৌরাস্তা বাজার কমিটি,  মোঃ আব্দুল মান্নান সরকার, সাধারন সম্পাদক, চৌরাস্তা বাজার কমিটি সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।  

Read more

s

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Monday, May 6, 2024

10 best apps for a second phone number in 2024, সিমিত সময়ের জন্য

 

 

That's absolutely right! Having a second phone number can be incredibly useful for maintaining privacy, managing different aspects of your life, and avoiding spam calls and messages. Using an app to set up a second phone line is indeed a convenient option, especially for those who don't want to deal with the hassle of getting an additional SIM card or eSIM.


These apps often provide additional features like call forwarding, voicemail, and even text messaging capabilities, making them versatile tools for various purposes. Plus, many of them offer both Android and iPhone versions, ensuring compatibility with different devices.

Would you like me to suggest some specific apps for setting up a second phone line?


Vyke sounds like a comprehensive solution for those seeking both a second phone number and a messaging app. Its ability to provide numbers from different countries and allow users to create multiple numbers simultaneously adds to its flexibility.

The option to call and message other Vyke users for free is undoubtedly a convenient feature, although charges for contacting non-Vyke numbers through the app should be considered. The availability of subscriptions as an alternative to purchasing credit provides users with more flexibility in managing their usage.



However, the reported issues with getting services like WhatsApp to accept the second phone numbers is worth noting, as seamless integration with other platforms is often crucial for users. Despite this potential drawback, Vyke seems like a promising option for those looking for a combination of a second phone number and a messaging app. 

 Read More

 

 

Wednesday, May 1, 2024

তালুকঘোড়াবান্ধায় ভয়ংকর তন্ত্র মন্ত্রের শক্তিতে মনভোলানোর ‘পাতা খেলা’ অসলেই কি সত্য আসুন জেনে নেই। ভিডও টিতে



 

খেলার জন্য মাঠের মাঝখানে পুঁতে রাখা হয় কলাগাছের গোড়ায় পানিভর্তি মাটির ঘটি। এর চারপাশ চুন দিয়ে বৃত্ত আঁকা। গোটা মাঠটিতেও বৃত্তাকারে চিহ্নিত করা। খেলার শুরুতেই ১৩ তান্ত্রিক মাটির ঘটির পানিতে হাত ভিজিয়ে নেন। এর পর মাঠের বিভিন্ন অংশে অবস্থান নিয়ে মাটিতে হাত রেখে মন্ত্র জপতে শুরু করেন।


অন্যদিকে মাঠের বিভিন্ন জায়গায় পাঁচ পাতা মাটিতে হাত রেখে অনড় অবস্থান নেন। তাদের সবার লক্ষ্য, কোনোভাবেই যাতে তান্ত্রিকের মন্ত্রে মনভোলা না হন। ধীরে ধীরে জমে ওঠে খেলা। বিকেল গড়িয়ে ঘনিয়ে আসে সন্ধ্যা। যে সব ওঝা তাদের মন্ত্রে পাতাদের পরাস্ত করেছেন বিজয়ী ঘোষণা করা হয় তাদের।

Read More