Free Youtube Subscribe

Wednesday, June 19, 2024

খবর প্রকাশের পর “পলাশবাড়ী প্রজম্ম তরুন সংঘ” থেকে হুইল চেয়ার পেল শারীরিক প্রতিবন্ধী মমিনুল ইসলাম-৩৫

০৮ নং মনোহরপুর ইউনিয়নের চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামীলীগের  সাধারণ সম্পাদক  জনাব মোঃ আব্দুল ওহাব প্রধান রিপন ভাইয়ের মাধ্যমে মনোহরপুর ইউনিয়নের নিমদাসেরভিটা গ্রামের অসহায় প্রতিবন্ধী পরিবারের সন্ধান পায় এবং সাংবাদিক আসাদুজ্জামান রুবেল সরাসরি পরিবারটির সাথে কথা বলে এবং পরিবারটি একটি হুইল চেয়ার এর আকুতি করে সেই মোতাবেক সাংবাদিক আসাদুজ্জামান রুবেল তার নিজস্ব ফেসবুক আইডি থেকে গত- ১০/০৬/২০২৪ ইং তারিখে প্রতিবন্ধী মমিনুল ইসলাম-৩৫ এর জন্য একটি হুইল চেয়ার চেয়ে খবর প্রকাশ করে। খবরটি পলাশবাড়ী প্রজম্ম তরুন সংঘ এর নজরে আসলে উক্ত সংঘের প্রতিষ্ঠাতা পরিচালক ও সভাপতি সাংবাদিক মোঃ আসাদুজ্জামান রুবেল এর সাথে যোগাযোগ করে অদ্য- ১৯/০৬/২০২৪ ইং তারিখে মনোহরপুর ইউপি চেয়ারম্যান জনাব মোঃ আব্দুল ওহাব প্রধান রিপন এর উপস্থিতে শারীরিক প্রতিবন্ধী মমিনুল ইসলাম-৩৫ কে  একটি হুইল চেয়ার প্রদান করেন  পলাশবাড়ী প্রজম্ম তরুন সংঘ এর প্রতিষ্ঠাতা পরিচালক ও সভাপতি মোঃ আল-আমিন। 


এসময় উপস্থিত ছিলেন,  পলাশবাড়ী প্রজম্ম তরুন সংঘের সদস্য বৃন্দ, মনোহরপুর ইউনিয়ন আওয়ামীলীগের জয়েন্ট সেক্রেটারী মোঃ মাহবুব আলম, সাবেক ইউপি সদস্য ও ০৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ শাহজাহন চৌধুরী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরিবারটি প্রতিবন্ধী মমিনুল ইসলাম (৩৫) এর জন্য একটি হুইল চেয়ার পাওয়ায় পলাশবাড়ী প্রজম্ম তরুন সংঘ, সাংবাদিক ও চেয়ারম্যান এর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে। 


চেয়ারম্যন মহোদয় এসময় সকল কে “তাদের  আশে পাশে থাকা অসহায় মানুষদের পাশ্বে থাকার জন্য অনুরোধ করেণ” এবং পলাশবাড়ী প্রজম্ম তরুন সংঘ সহ সাংবাদিক কে ধন্যবাদ জানান অসহায় প্রতিবন্ধীর পাশ্বে দাড়ানোর জন্য। 

প্রতিবেদক

মোঃ আসাদুজ্জামন রুবেল  

 

Read More 

Monday, June 17, 2024

Adsterra Network and earn 5% of their revenue lifetime

  

Join Adsterra 

Adsterra Network and earn 5% of their revenue lifetime 

Wednesday, June 12, 2024

মনোহরপুর ইউনিয়নের টিসিবি বিতরণের শুভ উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মো: আব্দুল ওহাব প্রধান রিপন



অদ্য ১২/০৬/২০২৪ ইং তারিখ সকাল ৯.০০ ঘটিকার সময় মনোহরপুর ইউনিয়নে টিসিবি বিতর‌ণ এর শুভ উদ্বোধন করেন জনাব মো: আব্দুল ওহাব প্রধান রিপন,চেয়ারম্যান, সাধারণ সাধারণ সম্পাদক মনোহরপুর ইউনিয়ন আওয়ামীলীগ, সভাপতি মনোহরপুরউচ্চ বিদ্যালয় ও হরিনাবাড়ী কলেজ।


এসময় উপস্থিত ছিলেন মনোহরপুর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার মো: সোহেল রানা, ইউপি সচিব মো: রায়হান ফিরোজ, ইউনিয়ন আওয়ামীলীগের জয়েন্ট সেক্রেটারী মো: মাহবুব আলম, ডিলার গণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপকারভোগীগন।


সকাল ৯.০০ থেকে শুরু করে বিকাল ৫.০০ পর্যন্ত সুষ্ঠ ভাবে টিসিবি পণ্য বিক্রয় করা হয়।

বিস্তারিত




Tuesday, June 11, 2024

আগামী ১২/০৬/২০২৪ ইং মনোহরপুর ইউনিয়নে টিসিবি বিতরণে এবার যে যে পণ্য থাকছে বিস্তারিত------

 সু-খবর ,                         সুখবর ,                             সুখবর

০৮ নং মনোহরপুর ইউনিয়নের টিসিবি কার্ডধারীদের জন্য সু-খবর অসছে আগামী- ১২ জুন ২০২৪ ইং রোজ বুধবার সকাল ৯.০০ থেকে বিকাল ৪.০০ পর্যন্ত মনোহরপুর ইউপি চত্বর হইতে সূলভ মূল্যে টিসিবি পন্য বিক্রয় করা হইবে।


 টিসিবিতে যা থাকছে, চাল ৫ কেজি, ২ লিটার সোয়াবিন তৈল, মশুর ডাল ২ কেজি। প্রতিটি প্যাকেজের মূল্য ৪৭০ টাকা মাত্র। 


টিসিবি কার্ড নিয়ে টিসিবি পণ্য সংগ্রহ করার জন্য আহব্বান করা হলো। 

আহব্বানে 

মোঃ আব্দুল ওহাব প্রধান রিপন 

চেয়ারম্যান 

০৮ নং মনোহরপুর ইউপি 

পলাশবাড়ী, গাইবান্ধা।  

 




Saturday, June 8, 2024

মেসার্স ইশরাক ইলেকট্রনিক্স ওয়ালটন ফ্রিজে ১৪% ডিসকাউন্ট সীমত সময়ের জন্য

মেসার্স ইশরাক ইলেকট্রনিক্স ঈদ-উল-আযহা উপলক্ষে দিচ্ছে ফ্রিজে ১৪% ডিসকাউন্ট সীমত সময়ের জন্য। 

প্রোডাক্ট বিস্তারিতঃ 

WFB-2B6-GDEL-XX

   - Type: Direct Cool
   - Gross Volume: 252 Ltr
   - Net Volume: 238 Ltr
 

Wednesday, June 5, 2024

হরিনাবাড়ী কলেজের নব এডহক মিটির সভাপতি মোঃ আব্দুল ওহাব প্রধান রিপনসহ এডহক কমিটির সকল সদস্য কে ফুলেল শুভেচ্ছা।

গত- ০৪/০৬/২০২৪ ইং তারিখের দিনাজপুর শিক্ষা বোর্ডের অনুমোদনে অদ্য ০৫/০৬/২০২৪ ইং রোজ বুধবার হরিনাবাড়ী কলেজ কর্তৃপক্ষের অয়োজেনে নব এড হকমিটির সভাপতি মোঃ আব্দুল ওহাব প্রধান রিপনসহ এডহক কমিটির সকল সদস্য কে ফুল দিয়ে বরণ করে নেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারী ও ছাত্রছাত্রী বৃন্দ। সেই সাথে হরিনাবাড়ী কলেজের লাইব্রেরীয়ান শিক্ষক রাকিব-উদ-দৌলা (সবুজ) এর আকাল মৃত্যুতে শোক ও দোয়া মাফিল করেন।

 ssss

উক্ত অনুষ্ঠানে, উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের এডহক কমিটির সভাপতি মোঃ আব্দুল ওহাব প্রধান রিপন, সকল সদস্য, শিক্ষক, কর্মচারী ও ছাত্রছাত্রী বৃন্দ।

 

এসময় বক্তব্য রাখেন, মোঃ আতিকুর রহমান আতিক, সভাপতি, ০৯ নং হরিনাথপুর ইউনিয়ন আওয়ামীলীগ, প্রতিষ্ঠানের শিক্ষক, মনোহরপুর ইউনিয়ন আওয়ামীলীগের জয়েন্ট সেক্রেটারী মোঃ মাহবুব আলম, মনোহরপুর ইউপি ০৬ নং ওয়ার্ড সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোঃ মমিনুল হায়াৎখান রিজন, ইউপি সদস্য ০৩ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ তাজুল ইসলাম, মোঃ শাহজাহান চৌধুরী, মনোহরপুর ইউনিয়ন ০৩ নং ওয়ার্ড সভাপতি প্রমুখ।   

Read More

 




   


 



 

Monday, June 3, 2024

মনোহরপুর ইউপি চেয়ারম্যান মহোদয়কে অভিনন্দন ও শুভেচ্ছা ❤️❤️❤️❤️❤️🥀🌹🌹🌹🌹🌹🌹🥀🥀🌹

অভিনন্দন ও শুভেচ্ছা ❤️❤️❤️❤️❤️🥀🌹🌹🌹🌹🌹🌹🥀🥀🌹


মোঃ আব্দুল ওহাব প্রধান রিপন ভাই মনোহরপুর ইউনিয়নে সাধারণ সম্পাদক হিসাবে দীর্ঘদিন থাকার পর, ২০২১ ইং সালে ২য় বার  ইউপি সাধারণ নির্বাচনে নৌকা প্রতিক নিয়ে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। এর পর মনোহরপুর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি বিভিন্ন বাধা ও প্রতিকুলতার মধ্যে দিয়ে নির্বাচিত হন। 


অদ্য - ০৩/০৬/২০২৪ ইং ০৮ নং মনোহরপুর ইউপি চেয়ারম্যান ও মনোহরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল ওহাব প্রধান রিপন ভাইয়ের আরও একটি অর্জন “হড়িনাবাড়ী কলেজ” এর এডহক কমিটির সভাপতি হওয়ায় মনোহরপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টার এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার সফলতা কামনা করছি।

পরবর্তী